এমন বিদায় তাকেই মানায়
শাহরিয়ার ফিরোজ বিদায়ী চিত্রনাট্য এমনো হয়! চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কাঁদছেন ফেদেরার। অঝোরে। শিশুর মতো। তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন স্ত্রী মিরকা ভাব্রিনেচ। পরিস্থিতি সামাল দিতে তার গালে, কপালে চুমু খেয়ে চলেছেন ভাব্রিনেচ। কিন্তু কান্না থামছে না ফেদেরারের। সেই কান্না আরও আগেই…